পটভূমিঃ
সমাজসেবা অধিদফতর একটি অন্যতম জাতি গঠনমূলক প্রতিষ্ঠান হিসেবে শিশু কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে আসছে। শিশুদের কল্যানে এবং উন্নয়নের ক্ষেত্রে প্রচলিত আইন, সাংবিধানিক অঙ্গিকার, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেয়া প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দিয়ে অত্যান্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিবেচনা করে সমাজসেবা অধিদফতর প্রতিনিয়ত শিশু কল্যান ও উন্নয়নের জন্য টেকসই কর্মসূচী বাস্তবায়ন করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পবিত্র সংবিধানের ১৫(খ) অনুচ্ছেদের বাস্তবায়নকল্পে পিতৃহীন অথবা পিতৃ-মাতৃহীন এতিম শিশুদের জন্য রয়েছে সামাজিক নিরাপত্তা প্রদানের সুষ্পষ্ট অঙ্গীকার। জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদের প্রথম অনুস্বাক্ষরকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।
শিশুদের প্রতি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সমাজকল্যাণ দর্শনের আদর্শে ব্রতী হয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর পিতৃহীন কিংবা পিতৃমাতৃহীন দুঃস্থ এতিম শিশুদের স্নেহ ভালবাসা ও আদর যত্নে লালন পালনসহ তাদের প্রয়োজনীয়, শিক্ষা স্বাস্থ্য, নিরাপত্তা, প্রশিক্ষণ, চিত্তবিনোদন এবং পূনর্বাসনের জন্য শিশু পরিবার পরিচালনা করে আসছে।
১৯৭৫ সালে উক্ত প্রতিষ্ঠানটি সরকারি শিশু সদন নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৮ সালে প্রতিষ্ঠানটি সরকারি শিশু পরিবার (বালক), বাংলাবাজার, ভোলায় রুপান্তরিত হয়। পরবর্তীতে ২০১৯ সালের ০২ জুলাই সরকারি শিশু পরিবার (বালক), বাংলাবাজার, ভোলা এর নাম পরিবর্তন করে ফাতেমা খানম সরকারি শিশু পরবিার (বালক), বাংলাবাজার, ভোলা নামে নামকরণ করা হয়।
এক নজরে বর্তমান অবস্থাঃ
|
||
প্রতিষ্ঠানের নাম |
: |
ফাতেমা খানম সরকারি শিশু পরিবার, (বালক), বাংলাবাজার, ভোলা। |
ঠিকানা |
: |
বাংলাবাজার, ভোলা। |
কার্যক্রম শুরুর তারিখ |
: |
সরকারিভাবে ১৯৮৮ খ্রিঃ। |
শিশু পরিবারে রুপান্তর |
: |
১৮/১০/১৯৮৮ খ্রিঃ। |
অনুমোদিত আসন সংখ্যা |
: |
১০০ (একশত) জন |
বর্তমান নিবাসীদের সংখ্যা |
: |
৫০ (পঞ্চাশ) জন |
অনুমোদিত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা
|
|||||
ক্রঃ নং |
পদের নাম |
অনুমোদিত পদের সংখ্যা |
কর্মরত পদের সংখ্যা |
শূন্য পদের সংখ্যা |
মন্তব্য
|
০১. |
উপতত্ত্বাবধায়ক |
০১ |
- |
০১ |
অতিরিক্ত দায়িত্ব |
০২. |
সহকারী তত্ত্বাবধায়ক যুক্ত শিক্ষক |
০১ |
০১ |
নেই |
|
০৫ |
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক |
০১ |
০১ |
নেই |
|
০৩ |
কারিগরি প্রশিক্ষক |
০৩ |
০১ |
০২ |
|
০৪ |
বড় ভাইয়া |
০৮ |
০২ |
০৬ |
বড় ভাইয়াদের মধ্যে ০১ (এক) জন সাময়িক বরখাস্ত। |
০৬ |
কম্পাউন্ডার |
০১ |
- |
০১ |
|
০৭ |
অফিস সহায়ক |
০৫ |
০৩ |
০২ |
|
০৮ |
বাবুর্চি |
০২ |
০১ |
০১ |
|
০৯ |
খন্ডকালীন ডাক্তার |
০১ |
০১ |
নেই |
(চুক্তি ভিত্তিক নিয়োগ) |
১০ |
মোট পদের সংখ্যা |
২৩ |
১০ |
১৩ |
|
কর্মকর্তা ও কর্মচারীদের তালিকাঃ
ক্রঃ নং |
নাম |
পদবী |
মন্তব্য |
1. |
জনাব আব্দুল মাজিদ শাহ |
উপতত্ত্বাবধায়ক (অঃদাঃ) |
|
2. |
জনাব জাকির হোসেন |
সহকারী তত্ত্বাবধায়ক যুক্ত শিক্ষক |
|
3. |
জনাব আনোয়ার হোসেন |
অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক |
|
4. |
জনাব মাসুদ করিম |
কারিগরি প্রশিক্ষক |
|
৫. |
জনাব মোঃ সিরাজ খান |
বড় ভাইয়া |
সাময়িক কর্মচ্যুত |
৬. |
জনাব মোঃ শামীম |
বড় ভাইয়া |
|
৭. |
জনাব মোঃ রাসেল |
অফিস সহায়ক |
|
৮. |
জনাব উজ্জল চন্দ্র দাস |
অফিস সহায়ক |
|
৯. |
জনাব মোঃ ইব্রাহিম খলিল |
অফিস সহায়ক |
|
১০. |
জনাব মোঃ নয়ন খান |
কুক/বাবুর্চি |
|
১১. |
জনাব আব্দুর রশিদ |
খন্ডকালীন চিকিৎসক |
|
ভবন ও জমির বিবরণ |
||
মোট জমির পরিমাণ |
: |
০৩ (তিন) একর। |
মোট ভবনের সংখ্যা |
: |
নিবাসীদের আবাসিক ভবন ১টি (৪ তলা বিশিষ্ট) |
প্রশাসনিক ভবন (০১ তলা বিশিষ্ট) |
||
প্রশিক্ষণ ভবন (০১ তলা বিশিষ্ট) |
||
উপতত্ত্বাবধায়কের বাস ভবন ১টি (এক তলা বিশিষ্ট) |
||
স্টাফ কোয়ার্টার ১টি (০২ তলা বিশিষ্ট) |
||
পাম্প হাউজ এবং গার্ড রুম। |
নিবাসীদের মাথা পিছু বরাদ্দের বিভাজন নিম্নরুপঃ |
||
মাথা পিছু বরাদ্দ= ৫,০০০/-(পাঁচ হাজার টাকা) মাত্র।
|
||
ক্রঃ নং |
বিবরণ |
টাকা |
০১ |
খাদ্য ও জ্বালানী |
৪,০০০/- |
০২ |
শিক্ষা সহায়ক উপকরণ ও খেলাধুলা সামগ্রী |
৩৫০/- |
০৩ |
প্রশিক্ষণ |
১০০/- |
০৪ |
সাধারণ পোষাক-পরিচ্ছেদ |
৩০০/- |
০৫ |
চিকিৎসা |
১০০/- |
০৬ |
প্রশাধনী ও অন্যান্য |
১৫০/- |
|
সর্বোমোটঃ |
৫,০০০/- |
সাধারণ শিক্ষা ব্যবস্থাঃ |
||
২০২৪ সনে বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীতে অধ্যায়নরত নিবাসীদের নামের তালিকাঃ
|
||
ক্রঃ নং |
অধ্যয়নরত শ্রেণি |
অধ্যয়নরত নিবাসীদের সংখ্যা |
০১ |
শিশু শ্রেণি |
১০ জন |
০২ |
প্রথম শ্রেণি |
০৩ জন |
০৩ |
দ্বিতীয় শ্রেণি |
০১ জন |
০৪ |
তৃতীয় শ্রেণি |
০৪ জন |
০৫ |
চতুর্থ শ্রেণি |
০৭ জন |
০৬ |
পঞ্চম শ্রেণি |
০১ জন |
০৭ |
ষষ্ঠ শ্রেণি |
০১ জন |
০৮ |
সপ্তম শ্রেণি |
০৮ জন |
০৯ |
অষ্টম শ্রেণি |
০৪ জন |
১০ |
নবম শ্রেণি |
০৫ জন |
১০ |
দশম শ্রেণি |
০১ জন |
|
সর্বোমোটঃ |
৫০ জন। |
প্রশিক্ষণ ব্যবস্থাঃ |
||
অভ্যান্তরীণ কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা ও বর্তমান প্রশিক্ষণার্থীর সংখ্যাঃ |
||
ক্রঃ নং |
বিবরণ |
প্রশিক্ষানার্থীর সংখ্যা |
০১ |
সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থী |
১২ জন। |
০২ |
বৈদ্যুতিক হাউজ ওয়ারিং |
১৫ জন। |
|
সর্বোমোটঃ |
২৭ জন। |
পুনবার্সন কার্যক্রমঃ |
||
ক্রঃ নং |
পূনর্বাসনের বিবরণ |
সংখ্যা |
০১ |
সামাজিকভাবে |
২১৫ জন |
০২ |
চাকুরীর মাধ্যমে পূনর্বাসন |
২১২ জন |
০৩ |
অন্যান্য মাধ্যমে পুনর্বাসন |
১২৯ জন |
|
সর্বোমোটঃ |
৫৫৬ জন। |
|
|
|
|
|
|
ফাতেমা খানম সরকারি শিশু পরিবার (বালক) বাংলাবাজার, ভোলা এর বিভিন্ন তথ্য প্রযুক্তি নির্ভর যোগাযোগ মাধ্যমের তথ্যঃ
ক্রঃনং |
মাধ্যম |
বিবরণ |
০১. |
অফিসিয়াল মোবাইল |
মোবাইল নং-01708414368 |
02. |
ওয়েব পোর্টাল |
ইউজার আইডিঃ sspb.bhola.gov.bd |
03. |
অফিসিয়াল মেইল |
dys.sspb.bhola@dss.gov.bd |
04 |
রুপালি ব্যাংক সিওর ক্যাশ |
মোবাইল নং-01708414368 |
বর্তমান কর্মসূচীঃ |
|
|
|
০১. |
সাধারণ শিক্ষা ব্যবস্থা। |
০২. |
ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। |
০৩. |
কারিগরি প্রশিক্ষনের ব্যবস্থা। |
০৪. |
খেলাধুলা ও পিটি প্যারেডের ব্যবস্থা। |
০৫. |
চিত্ত বিনোদনের ব্যবস্থা। |
০৬. |
জাতীয় ও আন্তর্জাতিকসহ বিভিন্ন দিবসে অংশ গ্রহণ। |