প্রতিষ্ঠান্টিত বিশাল আয়তনের খেলার মাঠসহ ছাত্র-ছাত্রীদের খেলাধূলার বিভিন্ন সরঞ্জামাদী রয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, সরকারী ও বেসরকারী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী মনোভাব তৈরি করে ক্রীড়ামূখি মানসিকতায় গড়ে তোলার বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সর্বদায় উৎসাহ প্রদান করে থাকে।
পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল মানষিকতার অধিকারী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়োগকৃত সংগীত, নৃত্য ও চারুকলা বিষয়ের প্রশিক্ষক দ্বারা নিয়মিত নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন শেখানো হয়। এছাড়াও সরকার ঘোষিত বিভিন্ন জাতীয় দিবসসমূহ উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনসহ প্রতিভাবান শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রেরণ করা হয়ে থাকে।
অত্র প্রতিষ্ঠানের শিশুরা সাংস্কৃতিক, খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রেও সমানতালে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দিবস এবং উৎসব উপলক্ষে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে। অন্যান্য বছরের ন্যায় গত ২০২৩, ১৬ই ডিসেম্বর এ ভোলা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করে। পহেলা বৈশাখ, জাতীয় শিশু দিবস, পবিত্র উদ-উল ফিতর এবং পবিত্র উদ-উল আযহা সহ অন্যান্য দিবসে শিশুরা আন্দদের সহিত উৎযাপন করেন। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরস্কৃত হয়ে আসছে।
এছাড়া প্রতিষ্ঠানে অভ্যন্তরীন ভাবে প্রতি উৎসব-অনুষ্ঠানে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয় এবং তা প্রতি শুক্রবার অন্তর অন্তর। প্রতি বছর অভ্যন্তরীন ক্রীড়া অত্যন্ত আড়ম্বরপূর্নভাবে আয়োজন করা হয়। উক্ত ক্রীড়ায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের বিভাগীয় ক্রীড়ায় অংশগ্রহণ করার জন্য বরিশাল নিয়ে যাওয়া হয়। সেখানে উক্ত প্রতিষ্ঠানের শিশুরা দক্ষতার পরিচয় দিয়ে আসছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS